
নাটোরের নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

বিপ্লব তালুকদার: নাটোর জেলা প্রতিনিধি ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসন। সোমবার (৩০ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন এবং গৃহ নির্মাণে সহায়তার জন্য চেক প্রদান করা হয়।
এদিন ৩৩টি পরিবারের মাঝে মোট ৫৭ বান্ডিল ঢেউটিন এবং ১ লক্ষ ৭১ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ কিষোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাক সারোয়ার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, ও জহুরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী।” উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়। এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।