রাসেদুল ইসলাম রাসেলঃ (সোনারগাঁ, নারায়নগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ী মজলিশ বিদ্যালয় সংলগ্ন পিন্সিপাল ১০০ প্লাজা নামক বহুতল শপিংমল নির্মাণের পাইলিংয়ে শক্তিশালী হাইড্রলিক মেশিন ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে
বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নির্মিত ৭টি ভবনের মার্কেট মালিক ও ব্যবসায়ীরা এ মানববন্ধন করে। সোনারগাঁ থানা ও উপজেলা যাওয়ার প্রধান সড়কের পাশে আর্ধঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করে তারা।
মানববন্ধনে মার্কেট মালিক ও ব্যবসায়ীরা উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রিন্সিপাল ১০০ প্লাজা নামের একটি বহুতল মার্কেটের ভবন নির্মাণে এ হাইড্রলিক মেশিন ব্যবহারের এ অভিযোগ তুলেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঈশাখাঁ প্লাজার মালিক হাজী আমির আলী, জালাল টাওয়ারের মালিক মেহেদি হাসান ইতু গাজী, রাজীব গাজী, রহমত ম্যানশনের মালিক মোঃ রুবেল আহম্মেদ,মাহফুজুর রহমান, দোকানদার বেলায়েত হোসেন, কামাল হোসেন, আল আমিন, মনির হোসেন ,মাসুদুর রহমান,কামাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পাশ্ববর্তী প্রিন্সিপাল ১০০ প্লাজার ভবন নির্মাণে হাইড্রলিক মেশিন ব্যবহার করে আমাদের মার্কেটগুলোকে ক্ষতিগ্রস্থ করছে। আমাদের বেশ কয়েকটি ভবনে ফাটল ধরছে। এর বিকট শব্দে আশেপাশের হাসপাতালের রোগী ও স্কুলের বাচ্চাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে।এর কম্পনে পার্শ্ববর্তী প্রাইমারী স্কুলের কোমলমতি বাচ্চাদের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে। যা তাদের মানসিক বিকাশকে ব্যাহত করছে।
বক্তারা আরো বলেন, এ হাইড্রলিক মেশিন কোন জনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করা হয় না। কারণ এটি অত্যন্ত বিপদজনক। ঝুঁকি, দুর্ঘটনা ও শব্দ দূর্ষণকে বিবেচনায় রেখে সার্বিক নিরাপত্তার জন্য আমরা চাই ক্ষতিকর হাইড্রলিক মেশিনের পরিবর্তে অন্য কোন প্রক্রিয়ায় যেন পাইলিং করে তারা
উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় খন্দকার প্লাজা ভেঙ্গে প্রিন্সিপাল ১০০ প্লাজা নামে মার্কেটের বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করা হয় চারদিকে ষ্ট্রীলের প্লেট দিয়ে বেষ্টনি দিয়ে সড়ক ও জনপদের রাস্তা সংকোচিত করে ভবন নির্মাণ কাজ শুরু করে ।সম্প্রতি ৭ তলা বিশিষ্ট এ মার্কেটের পাইলিংয়ে শক্তিশালী হাইড্রোলিক মেশিনের ব্যবহার করা হয়। এ হাইড্রোলিক মেশিন ব্যবহার করে পাইলিং করায় কম্পনের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিকট শব্দে আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পাইলিংয়ের কম্পনের কারনে আশপাশের পুরানো দূর্বল ভবন ধ্বসে প্রাণহানীর আশংকার করছেন স্থানীয়রা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য গত ১১ জুন রহমত ম্যানশন, হাজী জালাল টাওয়ার, এম রহমান প্লাজা, ঈশাখাঁ প্লাজা, হাজী মোস্তফা প্লাজা, ভূঁইয়া প্লাজা ও স্বপ্নদ্বীপ প্লাজার মালিকগন যৌথভাবে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁও থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন।