এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের প্রভাবে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতি ঘণ্টায় দেড় সেন্টিমিটার করে পানি বাড়ছে। এটি অব্যাহত থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। বর্তমানে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনায় পানি বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ নদ-নদীতেও পানি বাড়ছে। এতে যমুনার চর ও নিম্নাঞ্চল এবং চলনবিলাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে আবাদি জমির ফসল। পাশাপাশি ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা।
বন্যার আতঙ্কে ভুগছে চরাঞ্চলের মানুষ।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেভাবে পানি বাড়ছে তাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ফলে নদীতীরবর্তী এলাকায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, নদীতে পানি বৃদ্ধির ফলে জেলার কাজিপুর, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরের চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে।