মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ।
২১ জুন মঙ্গলবার জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলে দরবস্ত এলাকার বন্যা কবলিত দুস্থ ও অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে শ্রীমঙ্গল সেক্টর এর মেডিকেল অফিসার মেজর মোঃ তানভীর খান এবং সিলেট সেক্টরের মেডিকেল অফিসার ডাঃ ফাহমিদা জাহান এর নেতৃত্বে একটি চিকিৎসক দল উক্ত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে আনুমানিক ১২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অতিরিক্ত অধিনায়ক মেজর মোঃ হাসান আরাফাত উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পেইন এর সার্বিক তদারকি করেন। এছাড়াও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ এবং নবাগত অধিনায়ক লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী বর্ণিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।
তারপর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ, ডুলটিরপাড়, চাতলারপাড়, শেওলারটুক, বাওনহাওর ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, নবাগত অধিনায়ক লেঃ কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, অতিরিক্ত অধিনায়ক মেজর মোঃ হাসান আরাফাত, সহকারী পরিচালক মনছুর আলী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।