বানিয়াচং প্রতিনিধি :হবিগঞ্জের বানিয়াচঙ্গে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাসদ ও উদীচী। গতকাল মঙ্গলবার উপজেলা সদরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও ঘরবাড়িতে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ করেন সংগঠন দু’টির নেতাকর্মীরা।
বিতরণকাজে সম্পৃক্ত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য কমরেড তৌহিদুর রহমান পলাশ, উদীচী বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভির রহমান, বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক মিনহাজুর রহমান তারেক, উদীচীর সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষক রুবিনা আক্তার রুবি, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের গণিত বিভাগের মেধাবী ছাত্র সুব্রত দেব, বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অমিত হাসান, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হৃদয়, মাহী, মোনায়েম, আরিফুল, আয়েশ, দোহা প্রমুখ।
ত্রাণ বিতরণকারীরা জানান, তারা নিজেদের সংগঠনের নেতাকর্মীদের অর্থে এসব খাদ্য বিতরণ করেছেন। তাদের একাজ অব্যাহত থাকার পাশাপাশি কারও চিকিৎসার দরকার হলে চিকিৎসার ব্যবস্থাও করার চেষ্টা করবেন বলে জানান। তারা দেশ-বিদেশের বিত্তবান ও হৃদয়বান মানুষদেরকে নিজ নিজ উদ্যোগে এই দুর্দিনে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়া যারা বাসদ এবং উদীচীর ত্রাণ তহবিলে দান করতে আগ্রহী তাদেরকে বাসদ নেতা তৌহিদুর রহমান পলাশের বিকাশ নাম্বার ০১৭৩৭০৭৩৭৯৩, উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশের নাম্বার ০১৭২০৫৬১১৩১ ও সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণবের নাম্বার ০১৭২০৬৯৪২০৯-এ সহায়তা প্রেরণের অনুরোধ জানিয়েছেন।