মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবি মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে ব্রাম্মণবাড়িয়া সরাইল উত্তর-পূর্ব রিজিয়ন এর সীমান্ত পরিবার কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ করা হয়।
২৪ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় ১৯ বিজিবি’র জকিগঞ্জ ব্যাটালিয়ন অতিরিক্ত অধিনায়ক মেজর মোঃ হাসান আরাফাত এর পরিচালনায় সীমান্ত পরিবার কল্যাণ সমিতির নারী সদস্যদের উপস্থিতিতে নিজপাট ইউনিয়নের সীমান্তবর্তী বাইরাখেল, হর্নি, গোয়াবাড়ি, ফুলবাড়ি এলাকায় বন্যাদুর্গত ১০০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। একটি পরিবারের জন্য ত্রাণ প্যাকেটে চাল ৭ কেজি, ডাল ১ কেজি, ভোজ্য তেল ১ কেজি, আটা ১ কেজি, চিড়া ১ কেজি, আলু ১ কেজি, টোস্ট বিস্কিট হাফ কেজি ও চিনি ১ কেজি প্রদান করা হয়।
সীমান্ত পরিবার কল্যাণ সমিতির নারী সদস্যরা জানান, বিজিবি মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে সিলেটে বন্যাদুর্গত সকল এলাকায় সীমান্ত পরিবার কল্যাণ সমিতি ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে দেশের যেকোনো দুর্যোগে পাশে থাকবো।