অপরাধ প্রশাসন সারাদেশে

পুঠিয়ায় দুই সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার চার

পুঠিয়া প্রতিনিধি: মো:মিজানুর রহমান রাজশাহী পুঠিয়ায় (১৩ মে) গতরাতে পুঠিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজন সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার (৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১১( ১) টেবিল (৭) (ক) সাজাপ্রাপ্ত শ্রী অনুপকুমার,পিতা,অরুন কুমার গ্রাম,পশ্চিমভাগ থানা,পুঠিয়া,জেলা রাজশাহী। মামলা নং-২০৬,ধারা-৩২৩ সাজাপ্রাপ্ত মো: আবুল কালাম (৫০) পিতা মোঃ সৈয়দ,গ্রাম,সুবর্ণপাড়া থানা,পুঠিয়া, জেলা রাজশাহী। মোঃ সাব্বির হোসেন (২৫) পিতা,সবুর মিয়া,গ্রাম, কাঁঠালবাড়িয়া,থানা পুঠিয়া,জেলা রাজশাহী,এছাড়াও সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মোটরসাইকেল চোর ঢালান টু বানেশ্বর রাস্তায় রাতে ট্রাক থেকে বস্তা নামায় ও ছিনতাই করে,এছাড়াও থানা তে আট থেকে দশটি মামলা রয়েছে, এছাড়াও গ্রেপ্তার হয়েছে,মোঃ আব্দুল মান্নান,পিতা মৃত আয়েজউদ্দিন,গ্রাম,ধোপোপাড়া থানা,পুঠিয়া,জেলা রাজশাহী। এ বিষয়ে ওসি কবির হোসেন বলেন,অভিযান চালিয়ে দুইজন সাজাপাপ্ত আসামি সহ বিভিন্ন অপরাধে জড়িত মোট চারজন আসামি গ্রেফতার করা হয়,এবং জেল হাজতে পাঠানো হয়েছে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *