
বিরামপুরে ভোক্তা অধিকারের অভিযানে, ১৩ হাজার টাকা জরিমানা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে পাবনা মিস্টান ভান্ডারে মূল্য উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। বুধবার (১৪ মে) দুপুরে বিরামপুর-নবাবগঞ্জ রোডের শালবাগান এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ অর্থদণ্ড করেন।