সারাদেশে

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় এক কিশোর গুরুতর আহত

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যাই (রাণীদিঘি) এলাকায় পল্লী বিদ্যুতের চরম অবহেলার কারণে বিদ্যুতায়িত হয়ে শামীম হোসেন (১৬)নামে এক কিশোর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এঘটনায় ওই এলাকার হোসেন আলীর দুটি ছাগল বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। পরদিন ১৭ মে সকালে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক বিদ্যুৎ সরবরাহ করা হলে,ট্রান্সফরমারের ইনসুলেটর ভেঙে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পিলারের নিচে থাকা দুটি ছাগল তাৎক্ষণিক মারা যায়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসের স্টাফ ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমার ঠিক করে অফিসে এসে আবার বিদ্যুৎ সংযোগ দিলে আবারও বিদ্যুতায়িত হয়ে শামীম নামে এক কিশোর গুরুতর আহত হয়ে হাত পা বাঁকা হয়ে মুখ দিয়ে রক্ত পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে। তার অবস্থার চরম অনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও ওই গ্রামের হোসেন আলী, হাসান আলী, মোবারক ও আনোয়ার হোসেন ভাংরি ব্যবসায়ীর বাড়িতেও বিদ্যুতের আগুনে লেপ তসকসহ আসবাপত্র পুড়ে যায়। আহত শামীমের বাবা মোবারক আলী বলেন, আমি বাড়িতে ছিলাম ট্রান্সফরমারের শব্দ ও বাহিরে চেচামেচির শব্দ শুনে বের হয়ে দেখি আমার ছেলের মুখমণ্ডল পুড়ে রক্ত পড়ছে এবং হাতপা শক্ত হয়ে গেছে। এর পর তাকে ভ্যানে করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাগান শ্রমিক ও প্রতক্ষদর্শি আবুল বাসার ও স্থানীয় যুবক আলমগীর বলেন,পল্লী বিদ্যুতের দুই জন টেকনিশিয়ান এখানে এসে একজন পিলারের উপর উঠে দেখে ইনসুলেটর ভেঙে গেছে এবং সে এটি পাল্টানোর কথা বললে নিচে থাকা ব্যক্তি বলেন ওভাবেই ঠিক করে দেন। ইনসুলেটর পরিবর্তন না করে জোড়াতালি মেরামত করে চলে আসার পর বিদ্যুৎ সংযোগ দিলে পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনা শিকার হয়ে শামীম গুরুতর অসুস্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিদর্শন করেন। এ বিষয়ে রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এনামুল হকের কাছে জানতে তিনি বলেন আমি এখনও ঘটনাস্থলে যাইনি। যারা গেছিল তাদের কাছে শুনে বলতে পারবো। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক মুঠোফোনে জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *