রাজনীতি সারাদেশে

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে খুলনায় বিশাল সমাবেশ

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা : বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে খুলনায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশ শুরু হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এই সমাবেশে তরুণ নেতাকর্মীদের ঢল নেমেছে। আজ শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সমাবেশ কেন্দ্র করে বেলা ১১টার পর থেকেই খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বিকেল গড়ানোর আগেই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের বাইরেও আশপাশের সড়কগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়। সরকারের বিরুদ্ধে এবং নিজেদের দাবির পক্ষে মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। উল্লেখ্য, তরুণ সমাজের মধ্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার বার্তা পৌঁছে দিতে এবং তাদের রাজনৈতিকভাবে সক্রিয় করে তুলতেই বিএনপির পক্ষ থেকে এই ধারাবাহিক সমাবেশগুলোর আয়োজন করা হচ্ছে। খুলনার সমাবেশ তারই অংশ।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *