অপরাধ প্রশাসন সারাদেশে

সাতক্ষীরার নলতায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

 

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিশেষ অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ জুন ‘২৫) সকাল সাড়ে সাত টার দিকে নলতা সানি মার্কেটের দোতলায় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে এই ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), ওই মার্কেটের নৈশ প্রহরী একই উপজেলার শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে অমল সরকার (৫৫) এবং ব্রজপাটুলি গ্রামের আনছার আলীর ছেলে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮)। র্যাব-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধপথে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় নেয়ার জন্য নলতার সানি মার্কেটে মজুত করা হয়েছে মর্মে তিনি গোপনে খবর পান। সে অনুযায়ী সোমবার সকালে তার নেতৃত্বে র্যাব সদস্যরা নলতার সানি মার্কেটে অভিযান চালান। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের শাটার খোলার পর দোকানের মধ্যে রাখা বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। অভিযানে আটক করা হয় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, তার সহযোগী সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার এবং নৈশ প্রহরী অমল সরকারকে। তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এই ঘটনায় ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। র্যাবের এই অভিযান মাদকদ্রব্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে মাদকদ্রব্যের ব্যবহার এবং এর অবৈধ ব্যবসা একটি গুরুতর সমস্যা হিসেবে রয়ে গেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের প্রবেশ এবং বিক্রয় রুখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আরও ব্যাপক জনসচেতনতা এবং সামাজিক উদ্যোগ প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে এই ধরনের অভিযানে স্থানীয় জনগণকে আরও সচেতন করার পাশাপাশি কমিউনিটিতে মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে উৎসাহিত করা হচ্ছে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *