
ঈদগাঁওতে কৃষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিনামূল্যে বিভিন্ন প্রকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪- ২৫ অর্থ বছরে খরিফ- ২ মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঈদগাঁও এসব উপকরণ বিতরণ করেছে। ২৬ জুন বৃহস্পতিবার বিকেলে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও বিমল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা কৃষি অফিসার (অঃ দাঃ) মোঃ জাহিদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফজলে রাব্বি, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান, জিকু দাশ (সুব্রত), বিপন বড়ুয়া, আবিদা নাসরিন তন্নী ও শিখা ছেত্রী। এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মধ্যে জৈব ও রাসায়নিক সার সহ ঊফসি ধান বীজ, উফসি সবজি বীজ ও হাইব্রিড মসলা বীজ (মরিচ) বিতরণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠান পর্যায়ে নারিকেল ও তাল গাছের চারা এবং শিক্ষার্থী পর্যায়ে বেল, লেবু, জাম, কাঁঠাল ও নিম গাছের চারা বিতরণ করা হয়।