
পঞ্চগড়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি “এসো মাধব পরিহার করি দেশ বদলাই পৃথিবী বদলাই “এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহুল সেনের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, এবং জেলা কারা পরিদর্শক বজলুর হুদা,পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা এম এ আলাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে জাতিকে রক্ষা করতে হলে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে হবে। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।