ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে নতুন কমিটি সভাপতি স্বপন কুমার সম্পাদক যামিনী রায়


সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গনে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডু। সেখানে সকলের সিদ্ধান্ত ক্রমে সভাপতি দায়িত্ব পেয়েছেন স্বপন কুমার দে সপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায় ও সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলক। এর আগে গত শুক্রবার ২৫ জুলাই মন্দির প্রাঙ্গনে সকলের সিদ্ধান্ত মতে গোবিন্দ জিউ মন্দিরের সাবেক কমিটির আলোচনা সভার শেষে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখর কুমার রায়। পরবর্তীতে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য যারা রয়েছে সিনিয়র সহ সভাপতি সুদাম সরকার, সহ-সভাপতি ডা: শুকদেব দাস, সহ সভাপতি সুশীল দাস, সহ-সভাপতি নারায়ন দাস, সহ-সভাপতি অতুল চন্দ্র পাল, সহ-সভাপতি কৃষ্ণ দে সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুরভী রানী কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক দেব রঞ্জন সরকার দেবু, সহ-সাধারণ সম্পাদক দীপেন রায়, সহ-সাধারণ সম্পাদক কৌশল রায়, সহ-সাধারণ সম্পাদক বুলু মহন্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মিতা চক্রবর্তী, কোষাধক্ষ্য অভিজিৎ চক্রবর্তী পাপ্পু, সহ কোষাধ্যক্ষ সুভাষ সরকার,দপ্তর সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী দিপু, সহ দপ্তর সম্পাদক সুকণ্ঠ দেব, সহ দপ্তর সম্পাদক মিক্কি আগারওয়ালা, প্রচার সম্পাদক চয়ন চক্রবর্তী, সহ প্রচার সম্পাদক রিংকু রায়, পূজা অর্চনা বিষয়ক সম্পাদক সীমা সরকার, সহ পূজা অর্চনা বিষয়ক সম্পাদক ডা: জগদীশ রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রীতি গাঙ্গুলী, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিরঞ্জন কুন্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অপূর্ব কুমার রায়, কার্যনির্বাহী কমিটির তিন জন সদস্য তারা হলেন অশোক সরকার, লক্ষণ সরকার, কাকন সরকার। নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক জানিয়েছেন সকলের সহযোগিতায় আমরা মন্দিরের উন্নয়নের কাজ করে যাব। সেই সাথে এই কেন্দ্রীয় গোবিন্দ জিউ মন্দিরকে আরো সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে চেষ্টা করব। এছাড়া মন্দিরের উপদেষ্টাতে রয়েছে পুরাতন এবং নতুন অনেকেই