কালিগঞ্জের মৌতলায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ: বন্ধকাটি ২ গোলে জয়


শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় ফুটবল মাঠে “মাদককে না বলি, ফুটবলকে উৎসাহিত করি ও শান্তিপূর্ণ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (১ আগস্ট ) বিকাল ৫টায় মৌতলা জেলে সম্প্রদায়দের উদ্যোগে আটদলীয় প্রীতি ফুটবল ম্যাচ – ২৫ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন জাতীয় স্থায়ী নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা – ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউপির চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, সাতক্ষীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াস এসোসিয়েশন অব বাংলাদেশের ডিই এব -এর সাধারণ সম্পাদক মৌতলা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও মৌতলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফয়সাল কবির। মৌতলা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য শেখ আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও সাবেক সেনা সদস্য শেখ জাহাঙ্গীর আলম। ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল বন্ধ কাটি যুব সংঘ ও গ্যাংনিয়া সবুজ সংঘ জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ম্যাচটি গ্যাংনিয়া সবুজ সংঘকে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে বিজয়ী হয় বন্ধকাটি যুব সংঘ । পুরো ম্যাচটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সাবেক সেনা সদস্য ও সেনাবাহিনীর প্রাক্তন গোলকিপার মো. শাহিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক রোকনুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উদীয়মান ফুটবলার কাজী রফিক, মুন্সী আক্তার, কাজী পলাশ,আকুল সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই প্রীতি ফুটবল ম্যাচ এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দেয় এবং সামাজিক সচেতনতার এক দৃষ্টান্ত স্থাপন করে