পঞ্চগড়ের সন্তান অ্যাডভোকেট মাহমুদুর রহমান দোলন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ


পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার গর্বিত সন্তান অ্যাডভোকেট মাহমুদুর রহমান দোলন সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকা-এর পাবলিক প্রসিকিউটর (পি.পি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই নিয়োগকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও গর্বের আবহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আইনি পেশায় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন অ্যাডভোকেট দোলন। দুর্নীতিবিরোধী লড়াইয়ে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে তাঁকে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনজীবী মহল, সুশীল সমাজ ও স্থানীয় জনগণ মনে করছেন, এই নিয়োগ দেশের বিচারব্যবস্থা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে। দায়িত্ব গ্রহণ উপলক্ষে অ্যাডভোকেট মাহমুদুর রহমান দোলন বলেন, সততা, ন্যায়বিচার এবং দেশসেবার ব্রত নিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করেছি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে আমি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমি পঞ্চগড়ের সন্তান হিসেবে গর্বিত। আমার শিকড় এই মাটিতে। দেশের মানুষের জন্য কাজ করতে পারা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। পঞ্চগড় জেলার বিভিন্ন আইনজীবী সংগঠন ও সামাজিক সংগঠন তাঁর এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দুদক সূত্রে জানা গেছে, পাবলিক প্রসিকিউটর হিসেবে দুর্নীতির মামলাগুলোতে রাষ্ট্রের পক্ষে আইনি লড়াইয়ে তাঁর অভিজ্ঞতা এবং নিষ্ঠা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।