স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নে শ্রীশ্রী ঠাকুরানী কালী মন্দিরে আজ ৪ মার্চ শনিবার মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১ টা থেকে ত্রয়োদশী পুজা শুরু, দিনব্যাপী প্রসাদ বিতরণ দুপুরে পাঠাবলিদান।
সার্বিক পরিচালনায় কৈলাশগঞ্জ ইউনিয়নপরি ষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল,ও পুজা উদযাপন কমিটি। এসময় চেয়ারম্যান মিহির মন্ডল বলেন হিন্দু পুরানমতদেবী দুর্গাইরই একটি শক্তি কালী। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপুজা হচ্ছে শক্তির পুজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালী পুজার মহ্যত্ন।তবে কালী পুজার কালী শব্দটি কাল শব্দের শ্ত্রীর রুপ যার অর্থ হল কৃষ্ণ বর্ণ বা গুরুবর্ণ।বিভিন্ন পুরান থেকে পাওয়া তথ্যনুযায়ী মহামায়া মা দুর্গার অন্য একটি রুপ হল কালী। আমাদের খুলনা বিভাগীয় প্রধান স্বপন কুমার রায় জানান,
পুরান মতে জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক যারনাম কৃষ্ণানন্দ তিনি বাংলায় প্রথম কালীমুর্তি বা প্রতিমা পুজার প্রচালন করেন। তার আগে মা কালীর উপাসকরাতাম্রপটে বা খোদাই করে কালীর মুর্তি এঁকে মা কালী সাধনা করতেন।অষ্টাদশ শতাব্দীতে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপুজাকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর পুজার প্রচলন শুরু হয়।উনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালীপুজোর ব্যাপক প্রচলন শুরু হয়। এসময় উপস্হিত ছিলেন প্যানেল চেয়ারম্যান তপন কুমার সরকার, পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার রায়,সাধারন সম্পাদক চিরন্জিব রায়,সহসভাপতি সুভাস রায়,দেবব্রত সরকার,সহ সম্পাদক উত্তম কুমার মন্ডল, কষাধক্ষ্য চিত্ত রন্জন মন্ডল,সহ কমিটির সকল সদস্যবৃন্দ।