পঞ্চগড় প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দিপনায় স্বেচ্ছায় রক্তদান, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে দীর্ঘ ১৭ বছর পর পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে জেলা ছাত্রদলের আয়োজনে ব্যানার, ফেস্টুন, ধানেরশীষ নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষে হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহবায়ক তহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহামুদার রহমান মাহাবুব সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
এর আগে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ও জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।