বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্ত্বর থেকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর নেতৃত্বে সকল সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক- সাংবাদিক সাংস্কৃতিক কর্মীসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, সিনিয়র মৎস কর্মকর্তা মনোজ কুমার সাহা, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ আনসারি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হাসান, সহকারী শিক্ষা অফিসার হিরামন বৈদ্য, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, ইকবাল হোসেন নয়ন,শরিফ, পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল বাড়ৈই প্রমুখ।
এ সময় নির্বাহী কর্মকর্তা মো. রায়হান- উজ্জামান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৫২ দিনব্যাপী) ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল, ম্যারাথন দৌড়, উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন, বইমেলা, উপজেলা ব্র্যান্ডিং, কম্পিটিশন, চিত্র প্রদর্শনী, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড, পিঠা উৎসব ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে এ উৎসবে সব সরকারি দপ্তর, উপকমিটি মিলে নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।