এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিছ ফেনসিডিলসহ মাহালম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর নাম ১/মোঃ মাহালম মন্ডল (৩৫), পিতা-মৃত রশিদ মন্ডল,সাং-ফুলতলা,থানা- শেরপুর,জেলা- বগুড়া।
বুধবার (২১ জুন) গাইবান্ধা এসপি অফিস হতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে (২১ জুন) বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর পশ্চিমে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকিং করার সময় রানীশংকৈল টু ঢাকাগামী রাহবার,যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫- ৮৬৮৭ রানীশংকৈল হইতে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে সিগনাল দিয়া থামানো হয়।
গোবিন্দগঞ্জ থানার চৌকস অফিসার এসআই/সঞ্জয় কুমার সঙ্গীয় ফোর্সসহ বাসের ভিতরে চেকিং করাকালে বাসের বাম পার্শ্বে C-2 সিটে বসা যাত্রী মোঃ মাহালম মন্ডল এর হেফাজত হইতে দুই পায়ের মাঝখানে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর রাখা ৩৫ (পঁয়ত্রিশ) বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।