মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ অবৈধভাবে ফুটপাত দখল ও অনুমোদনবিহীন পশুর হাট স্থাপনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। মঙ্গলবার (২০ জুন) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালে জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা সুষ্ঠুভাবে পালনে বাজারদর সহনীয় রাখা, আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া হাইওয়ের পাশে কোনোভাবেই কোরবানির পশুর হাট বসানো যাবে না।
আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান,বক্তব্য রাখেন
পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরীসহ সংশ্লিস্ট ব্যক্তিবর্গ। অনুমোদনবিহীনভাবে কেউ কোরবানির পশুর হাট স্থাপন করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবেও জানান জেলা প্রশাসক।এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক পাচার প্রতিরোধ, অবৈধভাবে ফুটপাত দখল উচ্ছেদ, নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট স্থাপনসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বারোপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।