তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে ‘যাদুকাটা নদীর’ পাড় কেটে এবং ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে গ্রামে গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
কিছুদিন পুর্বে মাহরাম নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তলনের প্রতিবাদে তাহিরপুর সদরে হাওর পারের কৃষক সমাজ প্রতিবাদসভা সহ উপজেলা চেয়ারম্যান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি প্রধান করেন আমরা হাওরবাসীর প্রতিনিধি দল।
গত বুধবার (১২ জুলাই) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রাম প্রাঙ্গনে সাধারণ খেটে খাওয়া শ্রমিক ও ঘাগটিয়া গ্রামবাসীর উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ, মাও আবু সাঈদ, আস্তারুল হক, রানু মেম্বার, নাছির উদ্দীন, হেফাজুল ইসলাম, সাদিকুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বেশ কিছুদিন ধরে রাতের আধারে ঘাগটিয়া, বড়টেকসহ নদীর বিভিন্ন পাড় কেটে এবং ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিত বালু উত্তোলন করছে বালুখেকো চক্ররা। এভাবে বালু উত্তোলন না করার জন্য বার বার অনুরোধ করা হলেও তারা মানছেন না, বরং উল্টো তাদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন গ্রামবাসী ও সাধারণ শ্রমিকরা। নদীর পাড় থেকে এভাবে বালু উত্তোলন করলে অচিরেই পাহাড়ি ঢলে নদীর পাড়ের বাড়ি ঘর বিলীন হওয়ার আশংকা করছেন গ্রামবাসী। বক্তারা এসব তাণ্ডব বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।
বিক্ষোভ মিছিল শেষে নদী থেকে একটি ড্রেজার মেশিন আটক করে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করে গ্রামবাসী ও শ্রমিকরা।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘাগটিয়া গ্রামবাসী ও শ্রমিকরা স্হানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে একটি ড্রেজার মেশিন আটক করে পুলিশের কাছে দিয়েছে। আটককৃত ড্রেজার মেশিনটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে।