বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পুষ্টি সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মিল্ক কর্মসুচীর শুরু হয়েছে। এই কর্মসূচীর আওতায় প্রতিটি শিশু প্রতিদিন সরকারি খরচে ২’শ গ্রাম দুধ পান করবে। বিদ্যালয়ে টিফিন পিরিয়ডে তাদেরকে এই দুধ দেয়া হবে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বোদা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এই স্কুল মিল্ক কর্মসুচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র আজাহার আলী, বোদা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সোবাহান,বোদা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ । উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন পর্যায় ক্রমে সকল বিদ্যালয়ে
পরে স্কুলের ৫৪২ জন শিক্ষার্থীদের হাতে মিল্ক প্যাকেট তুলেদেয়া হয়।