রাকিব হোসেন,ঢাকাঃ গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেওয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠানটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে যাত্রা শুরু করে ইম্পেরিয়াল অটোমোবাইলস।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা দাবি করছেন, ইম্পেরিয়াল অটোমোবাইলস ঢাকা মহানগরীতে অটোমেটিক সার্ভিসের সর্বশেষ সংযোজন। গ্রাহকদের গাড়ি সংক্রান্ত যে কোনো সেবা দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।
তারা বলেন, গাড়ির মালিকদের অটোমেটিক সার্ভিসের অভিজ্ঞতা বদলে দেওয়া আমাদের লক্ষ্য। গাড়ির সার্ভিসিংয়ের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং দক্ষ প্রযুক্তিবিদরা কাজ করবেন। দ্রুত সেবা দেওয়ার জন্য থাকবে ওয়ান-স্টপ কার সার্ভিস।
যেসব সেবা মিলবে ইম্পেরিয়াল অটোমোবাইলসে
উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে গাড়ি সার্ভিসের ক্ষেত্রে কোন কোন বিষয়ে সেবা নেওয়া যাবে তার বিস্তারিত তুলে ধরা হয় ইম্পেরিয়াল অটোমোবাইলসের পক্ষ থেকে। সেগুলো হলো-সাধারণ রক্ষণাবেক্ষণ এবং মেরামত: গাড়ি ভালোভাবে চালু রাখার জন্য তেল পরিবর্তন, ব্রেক মেরামত, ব্যাটারি প্রতিস্থাপন এবং আরও অনেক কিছুসহ রক্ষণাবেক্ষণ ও মেরামতের সবধরনের সার্ভিস দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইম্পেরিয়াল অটোমোবাইলসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।