মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকের বিস্তার রোধে প্রশিকা এনজিওর মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
প্রশিকা এনজিওর আয়োজনে সোমবার (২৮ আগষ্ট) মেহেরপুর শহরের মল্লিক পাড়া রং তুলি স্কুলে এ মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিকা এনজিওর বিভাগীয় প্রধান প্রদীপ কুমার বিশ্বাস বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক আলোচনা করতে গিয়ে বলেন মাদকের ভয়াবহতা রোধে মায়েদের ভূমিকা রাখতে হবে। সন্তানদের গতিবিধি চালচলন বিষয়গুলো মায়েদের নজরদারিতে থাকলে সন্তানরা বিপদে যাওয়ার ঝুঁকি কম থাকে বলে তিনি তার বক্তব্যে রাখেন।
হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে প্রশিকা ম্যানেজার ওসমান গনি, উন্নয়ন কর্মী মোহাম্মদ সেলিম রেজা,গবেষক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।