শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে নিউ হাজী বিরিয়ানী হাউজের শাখা উদ্বোধন হয়েছে, ২সেপ্টেম্বর২০২৩ শনিবার বাদ মাগরিব মিলাদের মাধ্যমে, এ সময় সেখানে ফুলতলা মোড়ের ব্যবসায়ী ও জনসাধারণ উপস্থিত ছিলেন,দোয়া ও মিলাদ অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম, কালিগঞ্জের প্রাণকেন্দ্র ফুলতলা মোড়ের পশ্চিম পাশে অবস্থিত বিরিয়ানী হাউজ টি, এখানে উন্নত মানের শাহী মোরগ পোলাও,খাসির কাচ্চি বিরিয়ানী, ভুনা খিচুড়ী, খাসির তেহেরি,ও চিকেন খিচুড়ী, এবং বোরহানি পাওয়া যাবে বলে জানিয়েছেন বিরিয়ানী হাউজের স্বত্বাধিকারী মোঃ লুৎফর ঘোরামী,তিনি বলেন কালিগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষে খাবারের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে, এজন্য তিনি সকলকে কালিগঞ্জ নিউ হাজী বিরিয়ানী হাউজে আসার জন্য স্বাগতম জানিয়েছেন।