আজিম আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইদহে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন এবং ঝিনাইদহ পৌরসভার যৌথ উদ্দোগে এডিশ মশা নিধনের জন্য পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান র্যালী ও সমাবেশের আয়োজন করে।
সোমবার ৪ই সেপ্টেম্বর সকাল ১০ টায় ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের নেতৃত্বে পুরাতন ডিসিকোর্ট চত্বর হতে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে পায়রা চত্বর ঘুরে পুনরায় কোর্ট চত্তরে এসে শেষ হয়।র্যালী শেষে উপস্থিত অতিথিবৃন্দ এডিস মশার বিস্তার ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন,জেলা নির্বাচন কর্মকর্তা আবু সালেহ। ডাঃ মিথিলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝিনাইদহ ।জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক , পৌরসভার সচিব, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী , স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।