মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ বর্জ্য অপসারণ ও সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভোলার চরফ্যাশন উপজেলায় হয়ে গেল পরিচ্ছন্নতা অভিযান।
উপজেলার পর্যটন কেন্দ্র কুকরি-মুকরির নারিকেল বাড়িয়ায় দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযান হয়।
এতে ১০ সদস্যের একটি ব্লু গার্ড (সুনিল প্রহরী) অংশ নেন।
এর আগে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে ওয়ার্ল্ডফিস বাংলাদেশের ইকোফিস-২ এর কার্যক্রমে ব্লু গার্ডদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রোববার (৩০) জানুয়ারি সকালে চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি রেস্ট হাউস সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ব্লু গার্ড সদস্যদের সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতায় বর্জ্য সংগ্রহ, রিসাইক্লিং, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ইকোফিস-২ এর গবেষণা সহযোগী অংকুর মোহাম্মদ ইমতিয়াজ্জামান ও সহকারী গবেষক মোনাইম হোসেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।
প্রশিক্ষণ শেষে ব্লু গার্ড সদস্যরা কুকরি-মুকরি নারিকেল বাগান সৈকতের প্রায় ১ কিলোমিটার এলাকায় নানা রকমের প্রায় ১৪৫ কেজি বর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালান।
এ ব্যাপারে ইকোফিস-২ এর গবেষণা সহযোগী অংকুর মোহাম্মদ ইমতিয়াজ্জামান দৈনিক আলোচিত কন্ঠ কক্সবাজার জেলা প্রতিনিধিকে জানান, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও বাংলাদেশের সুনীল অর্থনৈতিক কার্যক্রমকে সহায়তা করতে স্থানীয় ১০ জন যুবককে ব্লু গার্ড হিসেবে যুক্ত করা হয়, যারা প্রতি মাসে দু’বার এ দ্বীপের সৈকত এলাকায় পরিচ্ছন্নতায় কাজ করবেন। পাশাপাশি পর্যটকদের সচেতন করবেন।
দেশের উপকূলীয় জেলা ভোলা, পটুয়ালী, কক্সবাজার ও নোয়াখালীর নয়টি উপজেলায় সৈকত এবং পর্যটন কেন্দ্র নিয়ে কাজ করছে ইকোফিস।