রিয়াজুল ইসলাম রিয়াজ,জেলা প্রতিনিধি নাটোরঃ নাটোর জেলার সিংড়ায় প্রায় ১৪ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ মো. মাইদুল ইসলাম (৩২) ও মো. সোলেমান আলী ওরফে ভোলাং (৩৮) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। তারা অভিনব কায়দায় মাইক্রোবাসে রাখা অতিরিক্ত চাকার ভেতরে এসব গাঁজা বহন করছিলেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব।
এরআগে, ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের এসআর ফিলিং স্টেশনের ফুয়েল ডিস্ট্রিবিউশন পয়েন্টের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া মাইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে ও সোলেমান আলী একই জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মিস্ত্রীটারী গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে টগরুর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক মাইদুল ইসলাম ও সোলেমান আলী পেশায় মাদক কারবারি।
তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছিল। ভোর রাতে তারা অভিনব কায়দায় মাইক্রোবাসে রাখা অতিরিক্ত চাকার ভেতরে ১৩ দশমিক ৯৭৩ কেজি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের এসআর ফিলিং স্টেশনের ফুয়েল ডিস্ট্রিবিউশন পয়েন্টের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়।
এ সময় গাঁজা, মাইক্রোবাস, মোবাইল ফোন ও চার হাজার ৫০০ টাকাসহ তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কোম্পানি উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. নুরল হুদা।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।