রিয়াজুল ইসলাম রিয়াজ জেলা প্রতিনিধি নাটোর লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের চর নওসারা সুলতানপুর গ্রামের কলম মন্ডলের ছেলে পিন্টু(৩০)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পরে লাশ দাফন মুহুর্তে পুলিশ হাজির!!লাশ নেওয়া হলো থানায়! ঘটনা সূত্রে জানা যায়,পিন্টু নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরে থানা পুলিশকে অবগত না করেই লাশ দাফনের চেষ্ঠা করে তার পরিবার।পরে লালপুর থানার পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌছেঁ লাশ উদ্ধার করে এবং লাশ থানায় নিয়ে আসে।