উপজেলা প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান(কালু) ই এসডিও কৈশোর কর্মসূচির আওতায় অদ্য (১১-অক্টোবর) রোজ বুধবার,তারিখে কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায়,উপজেলা মাসিক সমন্বয় সভা এবং সফট স্কিল উন্নয়ন প্রশিক্ষণ ও অনুশীলন এর আয়োজন করা হয় উপজেলা অডিটোরিয়াম হলে। উক্ত অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার,এ কে এম নূর হোসেন নির্ঝর। বিশেষ অতিথি,সহকারী ব্যবস্থাপক,জনাব,শারমিন মৃধা,পিকে এসএফ,বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন,জনাব মোঃ আবু সাঈদ,সিনিয়র পরিচালক শতফুল বাংলাদেশ। ইএসডিও প্রতিনিধি হিসেবে,উপস্থিত ছিলেন জনাব মোঃ তাসবীর আহমেদ,এপিসি এমএফ,এবং ফোকাল পারসন ইএসডিও কৈশোর কর্মসূচি,জনাব মোঃ রিয়াজুল হক এরিয়া ম্যানেজার ইএসডিও পুঠিয়া এরিয়া রাজশাহী,জনাব হরদেব অধিবারী,শাখা ব্যবস্থাপক পুঠিয়া শাখা রাজশাহী।