স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা জানিয়েছেন দাকোপের লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক বিপ্লব কুমার মন্ডল। এক শুভেচ্ছা বাণীতর তিনি বলেন,দুর্গাপুজা আবহমান বাংলার শাশ্বত সাংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।দুর্গাপুজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতি।ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপুজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে,শারদীয় উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরো সুসংহত করুক এ কামনা করছি। বিপ্লব আরো বলেন যে “ধর্ম যার যার উৎসব সবার”এ মনোভাব নিয়ে বাংলাদেশের সকল ধর্মাবলম্বীরা তাদের ধর্ম ও উৎসব পালন করেন। যার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। এখানে স্মরণাতীত কাল থেকে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে সুখে-শান্তিতে বসবাস করছে।