মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে উপকার ভোগীদের সাথে আলী আজম মুকুল এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার কুন্জেরহাট আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপকারভোগিদের সঙ্গে মতবিনিময় সভায় কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এমপি আলী আজম মুকুল। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ হাতে উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের এই চলমান ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি তিনি আহ্বান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার ও টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিন ইসলাম রুবেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান শাওন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অংগসংগঠনের নেতা কর্মী গন পরে ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।