সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি। হিমালয়ের কোলঘেঁষা সীমান্তবর্তী উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সকালে মুক্তোদানার মতো শিশির বিন্দু, রাতে ও ভোরে কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনে তেমন একটা বোঝা না গেলেও রাত থেকে ভোর পর্যন্ত কিছুটা শীত অনুভূত হচ্ছে। মাঝে মধ্যেই দেখা মিলছে ঘনকুয়াশার। এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ করছে। রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের সবজি চাষী আলেফুর রহমান বলেন, শীতের কারণে ফসলে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ শুরু করে। এতে ফসলে কীটনাশক প্রয়োগ করতে। উৎপাদন খরচও বেড়ে যায়।এবার এলাকায় শীত বোধ হয় একটু আগেই চলে এসেছে। ভোরে শিশির জমেছে ঘাসে। উপজেলার আশপাশের এলাকায় শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে। সিম, লালশাক, টমেটো, লাউ, ফুলকপি, বাঁধাকপিসহ নানা রকমের সবজির বীজ বপন শুরু করেছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, হালকা শীতের কারণে ফসলে রোগ-বালাই দেখা দেওয়ার সম্ভাবনা তেমন একটা নেই মাঠ পর্যায়ে কৃষি উপসহকারীগণ কৃষকদের সকল ধরনের পরামর্শ প্রদান করছে। আমরা ফসলের সুরক্ষায় কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছি। আবহাওয়া অনুকুলে থাকলে ফসলগুলো বাম্পার ফলন হবে বলে মত প্রকাশ করেন তিনি