জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ০৪ নভেম্বর, ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলায় সফলভাবে পালিত হয় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ । দিনের শুরুতে সকাল ১০:০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া। এ সময়ে আরো উপস্থিত ছিলেন জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস), মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, অফিসার ও ফোর্স এবং কমিউনিটি পুলিশের সদস্যগণ। পরবর্তীতে উপস্থিত সকলেই বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড এবং সুসজ্জিত বাদক দলের সম্বনয়ে জেলা শিল্পকলা একাডেমী হতে বাহির হওয়া বর্ণাঢ্যে র্যাতলীতে অংশ গ্রহণ করেন। র্যা লিটি কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্সে এসে সমাপ্ত হয়। অতঃপর পুলিশ লাইন্স সম্মেল কক্ষে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় কমিউনিটি পুলিশিং এর সুফল সম্পর্কে বিভিন্ন দৃষ্টান্ত সবার মাঝে তুলে ধরেন। এছাড়াও কমিউনিটি পুলিশিং এর ইতিহাস, গঠন, কাজের প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে গুরুত্ব পূর্ন বক্তব্য রাখেন। এসময় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার(CPO) ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য(CPM) সম্মাননা স্মারকসহ সার্টিফিকেট প্রদান করেন এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।।