মোঃ আসাদুজ্জামান আপেল পঞ্চগড় প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত রোড টু স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে পঞ্চগড়ে ক্যাম্পেইনার প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীতে এ ক্যাম্পেইনার প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ও কামাতকাজলদীঘি ইউনিয়নের ২০০ জন ভোট প্রার্থনা কর্মীদের এ প্রশিক্ষণ দেয়া হয়। রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইন-এর প্রশিক্ষণ প্রদান করেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রায় ও সহকারি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল বাকী। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান শেখ মিলন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারেকসহ অনেকে। পঞ্চগড়।