চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা ১ কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় শাড়ি, থ্রীপিচ শীত বস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রহনপুর ব্যাটালিয়নের ৫৯ বিজিবির সদস্যরা।
বুধবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার সময় রহনপুর ব্যাটালিয়নের ৫৯ বিজিবির সদরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বলেন গোয়েন্দা সূত্রে জানা যায় যে, গত ০৭ নভেম্বর মর্ধরাতের দিক রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ভেহিক্যাল স্ক্যানার দিয়ে একটি চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি চৌকশ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ভেহিক্যাল স্ক্যানার রাস্তার উপর যানবাহন তল্লাশী শুরু করে। অতঃপর তল্লাশীর একপর্যায়ে রাত বারোটার সময় সোনামসজিদ হতে কানসাটের দিকে যাওয়ার পথে ঢাকা মেট্রো ট-২২-৬৩৮৩ ট্রাকটিকে টহল দল থামার জন্য সংকেত প্রদান করে। এসময় ট্রাকটি ফেলে চালক দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ৮ নভেম্বর সকালে নয়টার দিকে বিজিবি, ম্যাজিস্ট্রেট, পুলিশ, কাস্টমস কর্মকর্তার সম্মুখে আটককৃত ট্রাকটি তল্লাশী করে ২১০ বস্তা চায়না ক্লে পাউডার এর নিচে ভারতীয় ৬০৬ পিস শাড়ি, ৬৩৬ পিস থ্রিপিস, ৩১ পিস ওড়না এবং ১৬৩৫ পিস শাল চাদর পাওয়া যায়। উক্ত ট্রাকের আমদানীকারক মুকুল ট্রেডার্স, প্রোঃ মোঃ রফিকুল ইসলাম বলে জানাযায়।
আটককৃত মালামাল চাঁপানবাবগঞ্জ কাস্টমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি। তিনি আরও ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।