জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি)। সভাপতি আনজুমান আরা শিল্পীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন, যুগ্ম সম্পাদক নাজু মির্জা, অর্থ সম্পাদক আফরোজা আক্তার, সাংগঠনিক সম্পাদক রহিমা খানম, নির্বাহী সদস্য উজ্জল মোল্লা। শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি আনজুমান আরা শিল্পী বলেন, জাতিকে মেধাশুন্য করার নীল নকশা বাস্তবায়নে বিজয়ের আগ মুহূর্তে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে ইতিহাসের বর্বর হত্যাকাণ্ড চালানো হয়। আজকের দিনে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশ আজ বহু দূর এগিয়ে যেতে পারত। অনেকে ভেবেছিল, বুদ্ধিজীবী হত্যার রায় হলেও বাস্তবায়ন হবে না। কিন্তু অনেকের রক্তচক্ষু উপেক্ষা করেও যুদ্ধপরাধীদের বিচার হয়েছে, সামনেও হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা লাভের দুদিন আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, আল শামস ও রাজাকাররা জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
এ নির্মম হত্যাকাণ্ডের মাত্র দুদিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।।।