সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হকের নেতৃত্বে উপজেলা বুদ্ধিজীবী দিবস উদযাপন পরিষদের সকল সদস্য আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন নেতাকর্মী বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগণ সহ সকাল ৯টায় পদযাত্রা শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বধ্যভূমি চিরঞ্জীব-৭১ এ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ, ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,
সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, নবাগত ওসি সোহেল রানা, সম্প্রসারণ কর্মকর্তা সফিউর আলম,সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, যুদ্ধ কালীন কর্মকর্তা সিরাজুল ইসলাম,পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মোবারক আলী প্রমুখ এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।