শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিদিধি: মহান বিজয় দিবস উদ্যাপন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান এস, এম আতাউল হক দোলনের সাথে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বেলা ১১ টায় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনে আ’লীগের মনোনীত নৌকার মাঝি এসএম আতাউল হক। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।