এম এ হানিফ রানা – সিনিয়র স্টাফ রিপোর্টার: আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে।
বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি জানানো হয় অন্তরের অন্তস্তল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
মহান বিজয় দিবসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার জনাব মো: মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।