মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে ফেন্সিডিলসহ বাধন খন্দকার (২৯) ও সোহেল রানা (২২) নামের ২ যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। বাধন খন্দকার শেরপুর পৌরসভার খন্দকার পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও সোহেল রানা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার শিমলা গ্রামের সোহরাব আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে তাদের জেল হাজতে প্রেরণ করে।
২০ ডিসেম্বর বুধবার দিবাগত রাত্রে বরইতলী মোড় এলাকায় চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে ফেন্সিডিলসহ গ্রেফতার করে। জানা যায়, তারা দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। গতকাল রাত্রিতে ভবানীপুর ইউনিয়নের বড়ইতলী এলাকায় একটি চায়ের দোকানে সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপ-পরিদর্শক সাইফ আহমেদ সঙ্গীও ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে তাদের নিকটে থাকা পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক সাইফ আহমেদ জানান তাদের মাদকদ্রব্য আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।