লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সেবা মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী মো:বেলাল হোসেন এর মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার(২০ ডিসেম্বর) সন্দায় কমলনগরের সহকারি কমিশনার (ভুমি) শামছুদ্দিন মো:রেজা হাজিরহাট বাজারের সেবা মেডিকেল হলে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ।
এ ব্যপারে সহকারি কমিশনার (ভুমি) শামছুদ্দিন মো:রেজা বলেন, ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখা এবং বিক্রয়ের দায়ে ০১ জনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কোন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।