চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরে যুবককে কুপিয়ে জখম করল শ্বশুরবাড়ির লোকজন চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে শিহাব রাজ (২০) নামে এক যুবককে তার শ্বশুরবাড়ির লোকজন কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বেলগাছি গ্রামের ঈদগাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় স্থানীয়রা শিহাবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন জরুরি বিভাগের চিকিৎসক।
আহত শিহাব রাজ চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার ইকবাল হোসেনের ছেলে।
জানা গেছে, স্ত্রীকে মারধরের কারণে শিহাবের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে শ্বশুরবাড়ির লোকজন কুপিয়ে ফেলে রেখে যায়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, শিহাবের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে। হাড় পর্যন্ত কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ কে জানান স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।