রানা খান,শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ যে কোন মুল্যে শ্রীপুরের মাদক এবং আইন শৃঙ্খলা , পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের কাছে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা চাইলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান পিপিএম।
রবিবার (২৪ মার্চ ) বেলা ১১ টায়, গাজীপুরের শ্রীপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে ওসির অফিস কক্ষে মতবিনিময় করে আর ও বলেন,শ্রীপুরে সর্বত্র শিল্প কারখানা গড়ে উঠেছে। কর্মসংস্থানের জন্য দেশের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন কলকারখানা শ্রমিকরা বসবাস করছে। ফলে শ্রীপুর একটি শিল্প এবং ঘনবসতি নগরী গড়ে উঠেছে। যার দরুন শ্রীপুর এবং মাওনা এলাকায় যানজটের ফলে ভোগান্তি পোড়াতে হচ্ছে। যানজট নিরসনে কাজ করব।
পরে মাওনা চৌরাস্তায় বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করেন।