মোঃ ইকবাল হোসেন,বোরহানউদ্দিন,ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে সন্ত্রাস, জঙ্গীবাদ,মাদক দুর্নীতি, বাল্য বিবাহ মোবাইলের অপব্যবহার এবং যৌতুক বিরোধ সংক্রান্তে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
৫ই মে রোববার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার খেয়াঘাট এলাকায় বিভিন্ন অপরাধ সংক্রান্তে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ বাবুল আক্তার
বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ মো. শাহিন ফকির এর সভাপতিত্বে ওই সময় আরোও বক্তৃতা রাখেন বোরহানউদ্দিন পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল, ওসি তদন্ত মো আলাউদ্দিন, সেকেন্ড অফিসার মোঃ রেহান, মেসার্স মোল্লা ট্রেডার্স এর প্রোপাইটর মোঃ আল-আমীন মোল্লা সহ স্থানীয় স্কুল কলেজে শিক্ষক, রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় ওসি শাহীন ফকির বিপিএম বলেন,যে কোন আইনি সহায়তায় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, বর্তমানে উপজেলা নির্বাচন চলছে আর উপজেলা নির্বাচন হবে নিরপেক্ষ আলিপের মতো অত্যন্ত শান্তিপূর্ণ নিরপেক্ষ, আর এ নির্বাচনের সময় কোন বহিরাগত প্রবেশ করতে পারবে না।