মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলা সদর উপজেলায় ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন,অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ,অবৈধ মাদক উদ্ধার,অধিক সংখ্যক মামলা নিস্পত্তি ও গ্রেফতারী পরোয়ানা তামিল করে আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ অবদান রাখায় বরিশাল রেঞ্জের ৬ টি জেলার ৪৬টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া।
১৩ মে সোমবার সকালে এপ্রিল মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান বিপিএম পিপিএম এর কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কার গ্রহণ করেন ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর দিক নির্দেশনায় তিনি অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে বরিশাল রেঞ্জে বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান বিপিএম পিপিএম তাকে এ সম্মাননায় ভূষিত করেছে। ভবিষ্যতেও অপরাধমূলক কর্মকান্ড কঠোর হাতে দমন করে এই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিন কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।
ভোলা সদর মডেল থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা”আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন করেন এই কর্মকতা।
এসময় বরিশাল রেঞ্জের উধ্বর্তন পুলিশ কর্মকতাবৃন্দ,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম সহ সকল জেলার পুলিশ সুপারগণ,বিভিন্ন ইউনিটের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।