জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার ভেড়ামারা আজ মঙ্গলবার সকালে প্রতিভা মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পৌরসভার সাবেক মেয়র গণ মানুষের নেতা এ্যাডভোকেট মহঃ তৌহিদুল ইসলাম আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জালাল উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,জনাব মোঃ আমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ভেড়ামারা শাখা, জনাব হাসানুজ্জামান খসরু, মহাসচিব, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এবং লেখক, গবেষক ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, আল-হেরা মডেল একাডেমী, ভেড়ামারা, কুষ্টিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদগ্রাম ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুল ইসলাম ডাবলু ও বিনামূল্যে চিকিৎসালয় এর চেয়ারম্যান সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজামাল প্রমূখ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ। অনুষ্ঠান টি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ ও সাদিকা।