মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলছেন না বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বোলার কাঁটার মুস্তাফিজ । এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার। বুধবার (৪ ডিসেম্বর) মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।
সোশ্যাল মিডিয়াতে নতুন অতিথি আসার খবর নিজেই জানিয়েছেন মুস্তাফিজ।২০১৯ সালের ২৩ মার্চ নিজ জেলা সাতক্ষীরার মেয়ে সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন তিনি।