অজিত কুমার দাশ,ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধিঃ চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ইউ’কে এর কমিটি ঘোষনা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত।
গত ৩রা ডিসেম্বর রোজ মঙ্গলবার লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা উদ্যোগ গ্রহন করা হয়,সভার শুরুতে পবিত্র কালামের পাক থেকে তেলাওয়াত করেন তরুন সদস্য দিলোয়ার হোসেন,জনাব কাপ্তান মিয়ার পরিচালনায় ও জয়নাল আবেদিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত সকলে নিজ নিজ পরিচিতি পেশ করেন, অন্তর্বর্তীকালীন সভাপতি জনাব জয়নাল আবেদীন উপদেষ্টাদের কাছে দায়িত্ব হস্তান্তর করার পূর্বে বিদায়ী বক্তব্য পেশ করেন ও অন্তর্বর্তীকালীন সময়ের আয়-ব্যয়ের ও সদস্য গ্রহনের হিসাব পেশ করেন, ফরম পূরণের মাধ্যমে সর্বমোট চল্লিশ জন প্রতিনিধি নির্বাচিত হন।
তারপর উপদেষ্টাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে দায়িত্ব থেকে তিনি ও তার সহ-কর্মীগন বিদায় নেন।
এরপর প্রধান উপদেষ্টা জনাব আরমান আলী সেলেকশন ঘোষনার পর্ব পরিচালনা করেন,বক্তব্য রাখেন সহযোগী উপদেষ্টা জনাব নজরুল ইসলাম মাসুক, নূরুল আলম, আতিকুর রহমান আতিক, জমির আলী ও মছব্বির আলী , আব্দুল মছব্বির, আশরাফ আলী ও ছদরুল ইসলাম। নতুন কমিটি ঘোষণার আগে প্রধান উপদেষ্টা জনাব আরমান আলী কিছু কিছু পদে একের অধিক দায়িত্বশীল নিয়োগের অনুমতি চেয়ে সভায় আবেদন করেন। সর্বসম্মতিক্রমে অনুমতি প্রধান করা হয়। তারপর নিম্নলিখিত পদগুলোতে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়:সভাপতি হিসেবে জনাব কাপ্তান মিয়া ছোট্র চরগোবিন্দ,যুগ্ম সিনিয়র সহ-সভাপতি-জয়নাল আবেদীন, সিক্কা,আব্দুল মুমিন কালিয়ারচর,সহ-সভাপতি সদরুল ইসলাম আছাকাচর,আজাদ মিয়া, চাঁনপুর,নিজাম উদ্দিন চুনারুচর জসিম উদ্দিন- চরগবিন্দ, বশির আহমদ ছোট্ট চরগবিন্দ, আবুল কালাম কামরাঙ্গী,জেনারেল সেক্রেটারি হিসেবে পদবী অর্জন করেন-সাইফুল আলম সাজ্জাদ বল্লভপুর, জয়েন্ট সেক্রেটারি পদে মনির উদ্দিন কালিয়ারচর,ডঃ ইকবাল হোসেন শাহপুর,সহকারী সেক্রেটারি পদে-আব্দুর রহমান প্রথমাচর ট্রেজারার পদে জনাব মখলিছুর রহমান আছাকাচর,সহকারী ট্রেজারার পদে- আবু তাহের বাবুল আছাকাচর, সাংগঠনিক সেক্রেটারী সেলিম উদ্দিন শাকাইতি,সিদ্দিকুর রহমান আছাকাচর,আঙরাজ মিয়া বল্লভপুর, অফিস সেক্রেটারী পদে দিলোয়ার হোসেন বল্লভপুর শিক্ষা বিষয়ক সেক্রেটারি পদে গোলাম সারোয়ার আব্দুল্লাচর,কালচারাল সেক্রেটারি পদে আব্দুল আমিন জালালীচর,ইমিগ্রেশন সেক্রেটারি পদে সোহাগ চরবারুকা,পাবলিসিটি সেক্রেটারি পদে জাবেদ হোসেন খরিদিচর,সহকারী পাবলিসিটি সেক্রেটারি পদে মোঃ রুকন মিয়া আছাকাচর,ধর্মীয় বিষয়ক সেক্রেটারি পদে-মিজানুর রহমান স্বাধীন নগর,সোসিয়েল ওয়েলফেয়ার সেক্রেটারি পদে আজিজুর রহমান আছাকাচর,স্পোর্টস সেক্রেটারি পদে আলীনূর আলম ছোট্ট চরগবিন্দ,কমিটি ঘোষণা শেষে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি জনাব কাপ্তান মিয়া ও সেক্রেটারি জনাব সাইফুল আলম সাজ্জাদ।
সভার সমাপনী বক্তব্য পেশ করেন প্রধান উপদেষ্টা জনাব আরমান আলী,জনাব আব্দুল মছব্বির সাহেবের দোয়া পরিচালনার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি হয়।